রিয়াযুস স্বা-লিহীন এমন একটি আমল ও শিষ্টাচার বিষয়ক সংকলিত হাদীসের কিতাব, যেটি সকল মাযহাবের উলাময়ে কিরাম স্বীকৃতি দিয়েছেন এবং সিলেবাসভুক্ত করেছেন। এটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। আর বাংলা ভাষায় কিতাবটি একাধিক প্রকাশনী প্রকাশ করলেও আমাদের দৃঢ় বিশ্বাস ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী কর্তৃক প্রকাশিত বইটি অন্যান্য প্রকাশনীর চাইতে অনন্য। কারণ এটি বর্তমান সময়ের সুপরিচিত প্রাজ্ঞ আলেম, পিস টিভি বাংলার অন্যতম আলোচক, বহু গ্রন্থ প্রণেতা যিনি সহীহ মানহাজে সবচাইতে লেখনীতে খেদমত করে যাচ্ছেন ফাযীলাতুশ শাইখ আব্দুল হামীদ ফাইজী মাদানী কর্তৃত্ব অনূদিত ও একদল বিজ্ঞ আলেম দ্বারা সম্পাদিত। এছাড়াও কিতাবটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলী নিম্নরুপ-
অনূদিত ‘রিয়াযুস স্বা-লিহীন’ কিতারটির আকর্ষণীয় বৈশিষ্ট্যাবলী: ১. প্রতিটি হাদীসকে বিশেষ সফটওয়্যার “কুতুবুত তিসআহ” ও “আল-মাকতাবাতুশ শামেলাহ” এর সাহায্যে তাখরীজ সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি হাদীসের নম্বরের ক্ষেত্রে বাংলায় অনূদিত কিতাবগুলোর ক্রমধারা অনুযায়ী সন্নিবেশিত করা হয়েছে।
২. প্রতিটি হাদীসের তাখরীজের পাশাপাশি সম্ভবপর পুনরাবৃতি মুলক হাদীসগুলোর নম্বর উল্লেখ করা হয়েছে।
৩. অনূদিত কিতাবটিতে উল্লেখিত সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের হাদীস ব্যতীত প্রতিটি হাদীস যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী ✂ এর তাহক্বীক্ব সংযুক্ত করা হয়েছে।
৪. এ কিতাবে উল্লেখিত যঈফ হাদীসগুলো ছোট ফন্টে হালকা কাল ব্যাকগ্রাউ- দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর পাশাপাশি প্রতিটি যঈফ হাদীসের দুর্বলতার কারণ আল্লামা আলবানী ✂ এর পর্যালোচনাসহ “জ্ঞাতার্থ” বলে উল্লেখ করার চেষ্টা করা হয়েছে।
৫. সর্বোপরি কিতাবটি যুগোপযোগী উন্নতমানের কাগজ, ছাপা ও আকর্ষণীয় বাঁধাই।
৬. বিশেষ পরিচ্ছন্ন আরবী ফন্টে ইবারতের সাথে মিল রেখে অতি সহজ ও সরল ভাষায় অনুবাদ।
একনজরে কিতাবটি:
কিতাব: রিয়াযুস স্বালি-হীন
মূল: মুহিউদ্দীন আবূ যাকারিয়্যা ইয়াহইয়া বিন শারফ আন্-নাবাবী ✍ (৬৩১-৬৭৬ হিজরী)
তাহক্বীক্ব: যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও মুহাক্কিক্ব আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী ✍ (১৯১৪-১৯৯৯ ঈসায়ী)
অনুবাদ ও সম্পাদনা: আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী (বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দাঈ ও আলোচক)
প্রকাশক: যায়নুল আবেদীন বিন নুমান
প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
পৃষ্ঠা সংখ্যা: ৭৪৪।
হাদীস সংখ্যা: ১৯০৫টি। (সমগ্র এক খণ্ডে)।
পেজের মান: অফসেট ৭০টি গ্রাম অফ হোয়াইট।
সর্বোচ্চ মূল্য: ৬২৫ : ২০% কমিশন ক্রেতার জন্য নির্ধারিত।
ওয়েব:http://wahidiyalibrary.blogspot.com
ইমেইল:wahidiyalibrary@gmail.com, joynulabadin88@gmail.com
ফেসবুক পেইজ:https://www.facebook.com/wahidiyaislamialibrary/
ফেসবুক ইনবক্স:https://www.facebook.com/joynul.abadin.100
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন