রবিবার, ১ মার্চ, ২০২০

ভূমিকা
الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد:
জীবনে চলার পথে একটি জীবন-পদ্ধতি চাই। আর সেটা হওয়া চাই বিশুদ্ধ ইসলাম। আর সেটা হলো সালাফিয়াত বা সালাফী জীবন-পদ্ধতি। এ পথ ও পদ্ধতিই হলো সঠিক ও শুদ্ধ। এটাই হলো মহান আল্লাহর সরল পথ। এটাই মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও তাঁর সাহাবাবর্গ  (রা:) এর পথ। এ পথের পথিকরাই হলো ইহকালে সাহায্যপ্রাপ্ত এবং পরকালে মুক্তিপ্রাপ্ত। এটাই হলো ৭৩ দলের মধ্যে একমাত্র পরিত্রাণ লাভকারী দল। এটাই হলো ইসলামের মূল  স্রোতধারা।
এই দলটির পরিচয় হয়তো সকলের জানা নাও থাকতে পারে। অথবা জানার মধ্যে কোন গোলমাল থাকতে পারে, তাই এই ক্ষুদ্র প্রয়াস।
পাঠকের খেদমতে বক্ষ্যমাণ পুস্তিকাটির মূল আরবী হলো মদীনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের প্রণয়ন। অনুবাদ আমার এবং এর শেষে সংযোজিত পরিশিষ্ট আমার। আশা করি পাঠক উপকৃত হবেন এবং সালাফিয়াত সম্বন্ধে তাঁদের অনেক সন্দেহ ও বিরোধী মনোভাবের অবসান ঘটবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে সত্যিকারার্থে ‘সালাফী’ হওয়ার তাওফীক দিন। আমীন।
বিনীত---
আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
২১/২/৪১, ২০/১০/১৯



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন