বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০



অনুবাদকের আরয

দ্বীনের ওপর অটল থাকা কোন কালেই সহজ ছিল না, বিশেষ করে বিশ্বায়নের এযুগে প্রযুক্তির এই চরম ও পরম উন্নতিতে নানামুখী ফিতনার অগ্রসনের সময়ে মুমিন ব্যক্তির জন্য তা আরও কঠিন হয়ে পড়েছে, তাই ঈমানদার ব্যক্তির জন্য দ্বীনের ওপর সুদৃঢ় থাকার জন্য দরকার উপযুক্ত এবং নিরাপদ দিক নির্দেশনা। আর তা সম্ভব একমাত্র একজন আল্লাহ ভীরু এবং হকপন্থি আলেমের পক্ষে, কারণ তারাই নবীগণের ওয়ারিস।
আর এ বিষয়ে সুন্দর এবং উপযুক্ত কিছু দিক নির্দেশনা কুরআন, সহীহ হাদীস এবং সালাফে সালেহীনের জীবনী থেকে তুলে ধরেছেন আরাবীয়ান সুবক্তা এবং সুলেখক শাইখ মুহাম্মদ সালেহ আল-মুনাজ্জেদ (হাফিযাহুল্লাহ) তাঁর “ওসায়িলুস সাবাত আলা দীনিল্লাহ” নামক গ্রন্থে।
বাংলাদেশের ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরীর বিশেষ সহকারী ও হিতাকাক্সক্ষী জনাব যায়নুল আবেদীন বিন নুমান সাহেবের পরামর্শক্রমে আমি এই পুস্তিকাটির অনুবাদে আগ্রহী হই। এই আশায় যে, মানুষ এ গ্রন্থ পাঠে স্বীয় দ্বীনের ওপর সুদৃঢ় থাকার সঠিক পথ খুঁজে পাবে। আর এই উসীলায় মহান আল্লাহ দয়া করে আমাকে ক্ষমা করে, স্বীয় দয়ায় জান্নাত দান করবেন।
পরিশেষে সুহৃদয় পাঠকবর্গের নিকট এই আবেদন থাকল যে, এই গ্রন্থ পাঠান্তে কোন প্রকার ভুলভ্রান্তি তাদের দৃষ্টিগোচর হলে আর তারা তা আমাকে বা প্রকাশককে অবগত করলে আমরা তা পরবর্তী সংস্করণে সংশোধনের জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ।
ফকীর ইলা আফবী রাব্বিহি:
আবদুল্লাহিল হাদী মু. ইউসুফ
রিয়াদ, সৌদি আরব


সূচীপত্র
ক্র. বিষয় পৃ.
ভূমিকা
অটল থাকার উপায়সমূহ ১১
কুরআনমুখী হওয়া ১১
কুরআন মানুষের অন্তরকে সুদৃঢ় রাখার ক্ষেত্রে মূল উৎস কেন? ১২
আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা এবং সৎ আমল করা ১৪
আদর্শ হিসেবে গ্রহণ করে এবং অনুসরণের বাসনা নিয়ে নবীগণের ঘটনাবলি গভীর মনোনিবেশ-সহ অধ্যায়ন করা ১৬
দু‘আ ১৯
আল্লাহর যিকির ২০
ঈমানী, ইলমী, সচেতনতামূলক এবং ক্রমোন্নিত প্রশিক্ষণ সুদৃঢ় থাকার মূল ভিত্তি ২৩
১০ নিরাপদ রাস্তার ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকা ২৫
১১ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার চর্চা করা ২৭
১২ দ্বীনের ওপর সুদৃঢ় রাখবে এমন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা ২৮
১৩ আল্লাহর সাহায্যের ব্যাপারে দৃঢ় বিশ্বাস থাকা আর ভবিষ্যৎ ইসলামেরই ৩০
১৪ বাতিলের হকীকত সম্পর্কে জানা এবং তাতে প্রতারিত না হওয়া ৩২
১৫ দ্বীনের ওপর অটল থাকার সহায়ক চরিত্রসমূহের সমন্বয় ঘটা ৩৩
১৬ সৎ লোকের উপদেশ ৩৪
১৭ জান্নাতের নেয়ামতসমূহ এবং জাহান্নামের আযাবসমূহ নিয়ে চিন্তা করা এবং মৃত্যুর কথা স্মরণ করা ৩৮
১৮ সুদৃঢ় থাকার স্থানসমূহ ৩৯



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন