সোমবার, ১ এপ্রিল, ২০১৯

শারহুল আক্বীদাহ্ আল-ওয়াসিত্বীয়া

শারহুল আক্বীদাহ্ আল-ওয়াসিত্বীয়া 

সম্মানিত লেখকের ভূমিকা
بسم الله الرحمن الرحيم

সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নাবী মুহাম্মাদ (স.) , তাঁর পরিবার এবং তাঁর সকল সাহ-াবীদের উপর। অতঃপর ইহা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমীয়া (রহ.) এর “আল-আক্বীদাতুল ওয়াসিত্বীয়াহ্” এর একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা। যা নিম্নক্ত উৎসগুলো থেকে সংকলন করা হয়েছে।
 আর-রওযাতুন নাদীয়্যাহ শারহুল আক্বীদাতিল ওয়াসিত্বীয়্যাহ্- শাইখ যাইদ বিন আব্দুল আযীয বিন ফাইয়ায। 
 আত-তাম্বিহাতুস সুন্নিয়্যাহ ‘আলাল আক্বীদাতিল ওয়াসিত্বীয়্যাহ্- শাইখ আব্দুল আযীয বিন নাসির রশীদ।
 আত-তাম্বিহাতুল লুত্বফিয়্যাহ ফি-মা ইহতাওয়াত ‘আলাইহিল ওয়াসিত্বীয়্যাহ মিনাল মাবাহিসিল মানিফাহ্- শাইখ আব্দুর রহমান বিন নাসির আস-সা‘দী।
 নুকিলাত মিন ফাওয়াইদি ‘আলাক্বতিহা ‘আলা নুসখতি ওয়াক্বতিত্ ত্বলাব।
 আয়াতগুলোর ব্যাখ্যা তাফসীরের বইসমূহ থেকে নেয়া হয়েছে যেমন: ফাতহুল ক্বদীর- ইমাম মুহাম্মাদ বিন ‘আলী আশ-শাওকানী (রহ.), তাফসীরুল ক্বুরআনিল ‘আযীম- শাইখ ইসমাইল ইবনে কাসীর। আমি আল্লাহর নিকটে এর উপকার কামনা করছি আর আক্বীদার এই মহান গ্রন্থটি যেন সুস্পষ্টভাবে চূড়ান্ত লাক্ষ্যে পৌঁছে দেয়। আর আমার পক্ষ থেকে ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আর সর্বশ্রোতা ও ডাকে সাড়া দানকারী মহান আল্লাহ যেন আমাকে এর দ্বারা সঠিক পথে স্থির রাখেন। আর আল্লাহ তা‘আলা যেন আমাদের নাবী মুহাম্মাদ (স.) তাঁর পরিবার এবং তাঁর সকল সাহাবীদের উপর দয়া বর্ষণ করেন। আর সকল প্রশংসা রব্বুল ‘আলামীনের জন্য। 

                                                                       ড. সালিহ বিন ফাওযান আল ফাওযান



 অনুবাদকের ভূমিকা ....................................................................................১০
 بسم اللَّه الرحمن الرحيم   এর ব্যাখ্যা ...................................................১৫
 الحمد لله  এর ব্যাখ্যা ...............................................................................১৬
  আহলে সুন্নাহ্ ওয়াল জামা‘আতের আক্বীদাহ্সমূহ....................................২৩
 ঈমানের রুকনসমূহ ........................................................................................২৬
 আল্লাহ তা‘আলার সিফাতসমূহের প্রতি বিশ্বাস করাও তাঁর প্রতি  ঈমান আনায়নের অন্তর্ভূক্ত.................৩৩
 আহলে সুন্নাহ্ ওয়াল জামা‘আতের লোকেরা আল্লাহর কোনো সিফাতকে অস্বীকার করে না ......৩৭
 আহলে সুন্নাহ্র লোকেরা আল্লাহর সিফাতের কোনো ধরণ বর্ণনা করেন না....৩৯  
 আল্লাহ তা‘আলার সমতুল্য কেউ নেই ..........................................................৪২
 নাফী ও ইসবাতের মাধ্যমে আল্লাহ তা‘আলার সিফাত সাব্যস্ত করণ.........৪৮
সংক্ষিপ্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন