শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮

বিষয়: ইসলামী সমাজে প্রতিবেশীর অধিকার
জুমার খুতবা-26-10-2018
খত্বীব: যায়নুল আবেদীন বিন নুমান
এম.ফিল গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়


শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮

সোমবার, ১৩ আগস্ট, ২০১৮

হিংসা আমল ধ্বংসকারী ভয়াবহ ঘৃণিত নীতি
কোন মানুষই হিংসামুক্ত নয়। উদার মানুষ তা গোপন রাখে, আর অনুদার প্রকাশ করে থাকে। তুমি কি নিজেকে হিংসামুক্ত মনে কর ?
লোকে যদি পিছন থেকে তোমাকে লাথি মারে, তাহলে জানবে যে, তুমি তাদের সামনে আছ। তোমার প্রতি হিংসা করা হচ্ছে।
মানুষ যত বড় হতে থাকে, তার সাথে সাথে তার দায়িত্বশীলতা ও মসীবত তত বৃদ্ধি পেতে থাকে। আর সফলতা একটি অপরাধ, যা মানুষ ভালো মনে ক’রে অর্জন ক’রে থাকে, যা সমশ্রেণীর সহকর্মীরা ক্ষমা করে না।
মানুষ অনেক সময় তোমার দোষ দেখে রোষ করবে না, কিন্তু তোমার গুণ দেখে রোষে ফেটে পড়বে!
শয়তান জিনরা চুরি করে ঊর্ধ¡ জগতের কোন খবর শুনতে গেলে তাদেরকে তারকা ছুঁড়ে মারা হয়। কিন্তু তুমি যখন বড় হয়ে তারকা হবে, তখন বড় বড় শয়তান তোমাকে আঘাত করবে।
পক্ষান্তরে হিংসুকের মনে কোন শান্তি নেই, কোন স্বস্তি নেই। হিংসুকের শাস্তির জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তোমার খুশীর সময় মনে মনে বড্ড কষ্ট পায়। উসমান বিন আফ্ফান < বলেন, তোমার জন্য যথেষ্ট যে, তোমার প্রতি হিংসুক তোমার সুখ ও মঙ্গল দেখে খামাখা দুশ্চিন্তাগ্রস্ত হয়।
হিংসুক অপরের হৃষ্টপুষ্ট দেহ দেখে নিজের দেহকে ক্ষীণ করে।
হিংসা একটি এমন ব্যাধি, যার মাঝে ন্যায়পরায়ণতা আছে; এ ব্যাধি হিংসিতের যত ক্ষতি না করে, তার তুলনায় বেশী ক্ষতি করে হিংসুকের।

ফকীহ আবুল লাইস সামারকান্দী বলেন, হিংসুকের হিংসা হিংসিতের কাছে পৌঁছনোর পূর্বে হিংসুকের কাছে ৫টি শাস্তি এসে পৌঁছে; (১) সে সতত দুশ্চিন্তা (ও অন্তরজ্বালায়) দগ্ধ হয়, (২) এমন মসীবত আসে যাতে তার কোন সওয়াব হয় না, (৩) লোকমাঝে তার এমন বদনাম হয় যার পর সে প্রশংসিত হয় না, (৪) আল্লাহর নিকট ক্রোধভাজন হয় এবং (৫) তাওফীকের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়।

**সার্বিক যোগাযোগ: যায়নুল আবেদীন বিন নুমান।

শনিবার, ১১ আগস্ট, ২০১৮

দারসে কুরআন


gnvb Avjøvni evYx:
]وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا مُبِينًا(
Avi Rgx‡b mdi Kivi mgq hw` †Zvgiv fq K‡iv †h, Kv‡diiv †Zvgv‡`i‡K wec‡`i m¤§yLxb Ki‡e, Zvn‡j mvjv‡Z K¡mi Ki‡j †Zvgv‡`i †Kvb †Mvbvn ev Aciva n‡e bv| wbðqB Kv‡diiv †Zvgv‡`i cÖKvk¨ kÎæÓ (m~iv wbmv-4: 101)|

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

হিংসা বিদ্বেষ


হিংসা কি? হিংসা বলতে কি বুঝায়? হিংসা করা কি জায়েজে? হিংসার বাস্তবমুখী কুফল ও ভয়াবহ পরিণতি। কোন আচরণ নেকী ও পন্য বিনষ্ট হয়ে যায়? এই বক্তব্যের মাধ্যমে জানা যাবে হিংসা মানবতা বিরোধী একটি কু-আচরণ।
** বক্তব্য টি শুনে লাইক ও শেয়ার দিয়ে অন্যকে জানিয়ে দিন।
** আমাদের উদ্দেশ্য- সকল ভাল কাজে মানুষকে একনিষ্ঠতা ও ইখলাসের সাথে কাজ করা ও ধর্মের সঠিক বিধানকে বিশুদ্ধতার মানদন্ডে বিশ্লেষণ করা্।
joybulabadin88@gmail.com
যে কোন পরামর্শ ও যোগাযোগের জন্য ---মেইল করুন-

বক্তব্য অডিও শুনুন



মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

অহংকারের ভয়াবহ পরিণতি


অহংকারের ভয়াবহ পরিণতি

ভিডিও টি ফুল দেখতে নিচের লিংকে কিলিক করুন


শুক্রবার, ১ জুন, ২০১৮

romjan masa amolar tatik alochona


রমজান মাসে আমলের তাত্মিক আলোচনা
♦by যায়নুল আবেদীন বিন নুমান Joynul Abadin
শিক্ষকঃ মাদরাসা ইশাআতুল ইসলাম, রানীবাজার, রাজশাহী।
ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।
Listen the khudbah

মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

Book Cover


নামঃ অযাহাক্বাল বাতিল
♦ লেখকঃ ইসলামিক স্কলার, বহুগ্রন্থ প্রনেতা শাইখ আব্দুল হামীদ ফাইযী আল মাদানী Abdul Hamid Al-Faizi Al-Madani

♥ বইটির মুল আলোচ্য বিষয়ঃ 

ভারত বর্ষে যখন মাযহাবপন্থীরা হক্বকে বাতিল করার মানসে বাতিলকে প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়ে ছিল যার নাম হিসেবে "জায়াল হক্ব"নামক বই রচনা করলে বতর্মান সময়ের আন্তর্জাতিক গবেষক শাইখ ফাইযী সাহেব তখন ভেজালপন্থীদের অষারদাবীর অকাঠ্য জবাব দিয়ে রচনা করলেন "*অয্হাক্বাল বাতিল* বা বাতিল সবর্দা প্রত্যাখিত।
 মাযহাবপন্থীদের মাঝে চলমান বিভ্রান্তিকর বিষয়গুলোর অবতারনা করা হয়েছে আলোচ্য বইখানিতে। সর্বাত্মক দলীল দিয়ে বাতিলকে বাতিল হিসেবে ও সঠিক কে সঠিক হিসাবে প্রমাণ দেওয়া হয়েছে।

বইটি পেতে আজই যোগাযোগ করুন
 ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী, বাংলাদেশ। ০১৭০৮-৫২৪-৫২৫



নাম: মণিমালা
লেখক: বহুগ্রন্থ প্রণেতা, ইসলামিক স্কলার শাইখ আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী
** বইটির মূল আলোচ্য বিষয় :

বিদাআত বিষয়ে গতানুগতিক অনেক বই থাকলেও এই বইটি বিদআতের ভয়াবহতা সম্পর্কে অত্যন্ত দলীল -প্রমানের আলোকে অসাধারণ একটি বই। যে বইটি পড়লে অনেক অজানা তথ্য জানতে পারবেন। আশা করি।

প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী, রাজশাহী, বাংলাদেশ।
প্রকাশক: যায়নুল আবেদীন বিন নুমান (ব্যবস্থাপনা পরিচালক)
** যোগাযোগ: বই অডার দিন এই নম্বরে:...01728-524 525==== পরামর্শ: 01730-93 43 25
লাইক ও শেয়ার করে অন্যকে জানিয়ে দিন। আপনাদের নিকট বইটির বহুল প্রচার কামনা করছি।


**** পরবর্তীতে বইটির পিডিএফ যুক্ত করা হবে। ইনশাআল্লাহ।

সোমবার, ২১ মে, ২০১৮