তাজবীদসহ কুরআন তিলাওয়াত করা ফরয। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন,
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
অর্থ: তোমরা তারতীলসহ কুরআন তিলাওয়াত কর। (সূরা মুযযাম্মিল, আয়াত নং-৪)।
কুরআন তারতীল তথা তাজবীদসহ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য কায়েদার বিকল্প নেই। কুরআন সঠিকভাবে তিলাওয়াত করার জন্য আমাদের প্রকাশিত অন্যতম বই "মুহাম্মাদী কায়দা"। বইটির সাহায্যে স্বল্প সময়ে এবং শুদ্ধভাবে কুরআন শিখতে পারা যাবে ইনশাআল্লাহ।